ভোট পরবর্তী হিংসার ঘটনার তদন্তে ইন্দাস ও কোতুলপুরে সিবিআই

28th August 2021 5:48 pm বাঁকুড়া
ভোট পরবর্তী হিংসার ঘটনার তদন্তে ইন্দাস ও কোতুলপুরে সিবিআই


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) :   বাঁকুড়ায় দ্বিতীয় দিনে সি.বি.আই এর তদন্তকারী দল ইন্দাস ও কোতুলপুরে বিজেপি কর্মীদের মৃত্যুর ঘটনা স্থল পরিদর্শন করলেন ।

আদালতের নির্দেশে ভোট পরবর্ত্তী হিংসার তদন্তে বাঁকুড়ায় এসে পৌঁছেছে সি.বি.আই এর বিশেষ তদন্তকারী দল। শনিবার দ্বিতীয় দিনের তদন্তে সি.বি.আই এর ঐ তদন্তকারী দলটি ইন্দাসের নাড়রা গ্রামের অরুপ রুইদাসের মৃতদেহ যেখান থেকে উদ্ধার হয় সেই বাঁকুড়া-পূর্ব বর্ধমান সীমান্তের খণ্ডঘোষে যান। 

প্রসঙ্গত, গত ৫ মে  এলাকায় বিজেপি কর্মী হিসেবে পরিচিত ও বিধানসভা নির্বাচনে ঐ দলের বুথ এজেন্টের দায়িত্বে থাকা অরুপ রুইদাসের খণ্ডঘোষ থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনার তদন্তে নেমে শুক্রবারই মৃত অরুপ রুইদাসের বাড়িতে যান সি.বি.আই এর তদন্তকারী দলের সদস্যরা। 

অন্যদিকে ভোট-পরবর্তী হিংসার বলি হয়েছিল কোতুলপুর থানার রায়বাঘিনী গ্রামের কুশ ক্ষেত্রপাল । পরিবারের লোকের অভিযোগ কুশ ক্ষেত্রফলের দাদা ছিল বিজেপির বুথ এজেন্ট শুধুমাত্র তার জন্যই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হিংসার বলি হয় ওই যুবক । কুশ ক্ষেত্রপাল এর বাড়ির পাশেই থাকা একটি পুকুর থেকে তিনদিন বাদে তার পচা গলা মৃতদেহ উদ্ধার হয় , আজ সেই ঘটনাস্থল পরিদর্শন করলেন সি.বি.আইয়ের এই তদন্তকারী দলটি । এমনকি ঘটনাস্থলে পুঙ্খানুপুঙ্খ খতিয়ে দেখা হয় সি.বি.আই এর পক্ষ থেকে ।

 





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।